মেহেরপুর অফিস: মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশন মেহেরপুর জেলা শাখার উদ্যোগে ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় মেহেরপুরে গরিব ও দুস্থদের মাঝে জাকাত, গরিবদের মাঝে আর্থিক সাহায্য ও ইমাম-মুয়াজ্জিমদের মধ্যে সুদমুক্ত ঋণদান করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনাসভা শেষে ওই সহযোগিতা প্রদান করা হয়।
ইসলামিক ফাউন্ডেশন মেহেরপুর জেলা শাখার উপপরিচালক একেএম শাহীন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। বক্তব্য রাখেন মেহেরপুর কোর্ট মসজিদের পেশ ইমাম আলহাজ মো. আনসার উদ্দিন বেলালী।