আইএস যুক্তরাজ্যের জন্য হুমকি : ​ক্যামেরন

মাথাভাঙ্গা মনিটর: তিউনিসিয়ায় হোটেলে গত শুক্রবারের সন্ত্রাসী হামলার ঘটনায় নিহত ৩৮ জনের মধ্যে ৩০ জনই যুক্তরাজ্যের পর্যটক। আর এ হামলার সাথে জড়িত জঙ্গিগোষ্ঠী আইএস (ইসলামিক স্টেট)-কে যুক্তরাজ্যের অস্তিত্বের জন্য হুমকি বলে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। আইএস এর প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে ক্যামেরন বলেন, শুধু আইএসকে পরাজিত করলে হবে না, তাদের উগ্রবাদী মতাদর্শকেও নিঃশেষ করে দিতে হবে। রাজধানী তিউনিস থেকে প্রায় ১৪০ কিলোমিটার দক্ষিণের সুছা এলাকার সৈকত সংলগ্ন ইম্পেরিয়াল মারহাবা হোটেলে গত শুক্রবার দুপুরে এক লোক এলোপাতাড়ি গুলি চালায়। নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে গোলাগুলিতে ওই বন্দুকধারী নিহত হয়। হামলাকারী ব্যক্তি সিরিয়া এবং ইরাকের কথিত ইসলামিক স্টেট বা আইএস এর সাথে সম্পৃক্ত বলে যুক্তরাজ্যের গণমাধ্যমগুলোর খবরে বলা হয়। ওই হামলার ঘটনার পরপরই প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছিলেন, সর্বোচ্চ খারাপ খবরের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।