স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলার ভোমরা সীমান্তের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা এলাকায় গণপিটুনিতে নিহত বাংলাদেশি যুবক সোহেল অহম্মেদের (২৫) লাশ ফেরত দিয়েছে বিএসএফ। গতকাল রোববার বিকেল পাঁচটায় ভোমরা সীমান্তের জিরো পয়েন্টের কাছে অনুষ্ঠিত বিজিবি ও বিএসএফ’র মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর তার লাশ হস্তান্তর করা হয়। সোহেল আহম্মেদ জেলা সদর উপজেলার সীমান্তবর্তী লক্ষ্মীদাড়ি গ্রামের মৃত আবু সালেকের ছেলে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের সদস্যদের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে।