টিপ্পনী

খবর:(গাংনীতে শাশুড়ির সম্পত্তি হাতিয়ে নিতেই জামাইকে হত্যা)
পরের টাকা করতে হজম খুন করো
পড়লে ধরা মুখ শুঁকিয়ে চুন করো
সুযোগ বুঝে জায়গা-জমি জাল করো
স্বার্থ হাসিল করতে তিলও তাল করো।

ধনী হওয়ার জন্য অনেক ভান করো
সুখের সময় মজার মজার গান করো
লোকের জিনিস অন্ধকারে সেল করো
ফাঁকা মাঠে একলা একা খেল করো।

বিপদ আপদ ঠিক যখনই আঁচ করো
পাগল সেজে নানান ঢঙে নাচ করো
কী কাহিনি সত্যি এবার ফাঁস করো
নইলে বাপু জেলের ঘরে বাস করো!

-আহাদ আলী মোল্লা