জীবননগর পুকামারির দু ভাই গনি ও মন্টুর বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলে জেলা প্রশাসক ও থানা পুলিশের নিকট গণস্বাক্ষরিত নালিশ পেশ

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের পুকামারি গ্রামের দু ভাই আব্দুল গনি ও মন্টুর বিরুদ্ধে বিস্তর অভিযোগ উঠেছে। স্থানীয়রা এ তথ্য জানিয়ে বলেছে, ওদের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী প্রতিকার চেয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জীবননগর থানা পুলিশের নিকট গণস্বাক্ষরিত অভিযোগ পত্র পেশ করেছে।

গ্রামবাসীর গণস্বাক্ষরিত অভিযোগে জানা যায়, পুকামারি গ্রামের রুহুল আমিন শেখের দু ছেলে আব্দুল গনি ও মন্টু তারা চিহ্নিত মাদকব্যবসায়ী। তারা এলাকায় মদ, ফেনসিডিল ও গাঁজা বিক্রি করে থাকে। তাদের নিকট থেকে উঠতি বয়স তরুণ-যুবকেরা মাদক কিনে সেবন করে মাদকাশক্ত হয়ে পড়ছে। মন্টু মাদক মামলায় জেল খেটে সম্প্রতি বাড়ি ফিরে দেদারছে আবার মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। অপরদিকে গনি গত ২৮ মে পুলিশ দেখে আন্দুলবাড়িয়া বাজারে ১শ বোতল ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। এ সময় একই গ্রামের মোতালেব হোসেনের ছেলে দুলাল হোসেন মাদকব্যবসা না করার জন্য তাকে নিষেধ করেন। এতে দু ভাই গনি ও মন্টু ক্ষিপ্ত হয়ে দুলালকে দেখে নেয়ার হুমকি প্রদান করে। এছাড়াও যারা তাদের বিরুদ্ধে কথা বলবে তাদের বাড়িতে ২-৫ পিস ফেনসিডিল রেখে পুলিশ দিয়ে ধরিয়ে দেয়ার হুমকি দেয়। এ হুমকির কয়েক দিন পর দুলালের বাড়িতে ৬ বোতল ফেনসিডিল রেখে তাকে শাহাপুর ফাঁড়ি পুলিশ দিয়ে ধরিয়ে দেয়া হয়। এর ফলে প্রতিবাদী গ্রামবাসী তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এ অবস্থায় দু ভাইয়ের বিরুদ্ধে প্রতিকার চেয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বরাবর আন্দুলবাড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আতিয়ার রহমান আব্দুল গনির বিরুদ্ধে ও এলাকাবাসী জীবননগর থানার ওসি বরাবর গণস্বাক্ষরকৃত অভিযোগ দায়ের করেছে বলে জানানো হয়েছে।

Leave a comment