স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা রেলপাড়ার জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাড়ির পাশে রেললাইনের ধার থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, চুয়াডাঙ্গা রেলপাড়ার মিজানুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫) একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গতকাল রোববার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ছদ্মবেশে চুয়াডাঙ্গা সদর থানার এসআই জিয়াউর রহমান জিয়া ও এএসাই ওহিদুল ইসলাম রেলপাড়ার অদূরে রেললাইনের ধার থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত জাহাঙ্গীরকে গতকালই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।