চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন প্রচার ও বাস্তবায়নের লক্ষ্যে সামবেশ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ তৃনমূল পর্যায়ে প্রচার ও বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা ভোক্তা সামবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ৩টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলার চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) বদিউজ্জামান, চুয়াডাঙ্গা সদর থানার ওসি তদন্ত একেএম কামরুজ্জামান খান। বক্তব্য রাখেন জেলা মার্কেটিং অফিসার আব্দুর রহিম, বাংলাদেশ দোকান মালিক সমিতির চুয়াডাঙ্গা জেলা শাখা সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক সালাউদ্দীন চুন্নু প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল সানি। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সদর উপজেলা জামে মসজিদের পেশ ইমাম আবু দাউদ। অনুষ্ঠানে বিভিন্ন সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।