কোটি টাকার জালনোট ও সরঞ্জামসহ আটক ৫

 

স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকার বনশ্রী এলাকা থেকে এক কোটি চার লাখ ৮০ হাজার টাকা মূল্যের জালনোটসহ পাঁচজনকে আটক করা হয়েছে। রোববার সকালে ৱ্যাবের গণমাধ্যম শাখা থেকে এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। ৱ্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মাকসুদুল আলম বলেছেন, জাল টাকা তৈরির মূল হোতা রহিম শেখসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তারা বনশ্রী এলাকায় জাল টাকা তৈরি করার জন্য বাসাভাড়া নিয়ে আস্তানা গড়ে তুলছিলো।