আইপিএলে ঘুষ নিয়েছিলেন রায়না-জাদেজা-ব্র্যাভো!

 

মাথাভাঙ্গা মনিটর: ভারতের ব্যাটসম্যান সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা এবং ওয়েস্ট ইন্ডিজের ডোয়েন ব্র্যাভোর বিরুদ্ধে আইপিএলের ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ এনেছেন ললিত মোদি। সম্প্রতি ফাঁস হওয়া এক ইমেলে ললিত মোদি আইসিসির সিইও ডেভ রিচার্ডসনের কাছে এমন অভিযোগ করেছেন। ললিত মোদি ইমেল বার্তায় রিচার্ডসনকে জানান, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা ও ডোয়েন ব্র্যাভো রিয়াল এস্টেট টাইকুন এইচডিআইএল-এর বাবা দিওয়ানের কাছ থেকে বড় অঙ্কের টাকা ঘুষ নেন। এ তিন খেলোয়াড় বাবা দিওয়ানের খুব ঘনিষ্ঠ হয়ে পড়েন। বাবা দিওয়ান বেশ বড় মাপের জুয়াড়ি এবং বুক মেকারও। আমি বাবাকে আইপিএলের কোনো টিমের জন্য বিড করতে দেইনি।

প্রত্যেক ক্রিকেটারের জন্য বাবা দিওয়ান প্রায় ২০ কোটি টাকা খরচ করেছেন উল্লেখ করে ললিত মোদি আইসিসির সিইওকে আরো লেখেন, নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছি লোকটা রায়নাকে দিল্লির বসন্ত বিহার ও নয়ডায় ফ্ল্যাট এবং জাদেজাকে বান্দ্রায় সমুদ্রমুখি একটি ফ্ল্যাট দিয়েছে। ডোয়েন ব্র্যাভোকে মোটা অঙ্কের নগদ উপহার দেয়া হয়েছিলো বলে ওই ইমেল বার্তায় দাবি করা হয়েছে। ললিত মোদি মেইলের মাধ্যমে ওই তথ্যের পরিপ্রেক্ষিতে আকসুর মাধ্যমে এই ক্রিকেটারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ জানিয়েছিলেন রিচার্ডসনকে। মেইলটির শেষাংশে ললিত বলেন, আশা করি এগুলো সত্যি নয়। তবে সত্যি হলে ধরতে হবে আরো অনেকে এতে জড়িত। বাবাকে কড়া নজরে রাখা দরকার। প্রতি ম্যাচে লোকটা নাকি ১০ থেকে ২০ মিলিয়ন ডলার বেট করে।