স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, রমজানের প্রথম ১০ দিন রহমতের মাস। আল্লাহর কাছে কি রহমত চাইবো। যেদিকে তাকাই শুধুই অন্ধকার। কার জন্য কি চাইবো তাই ভেবে পাই না।
গতকাল শনিবার রাজধানীর একটি শপিংমলে জাতীয় মহিলা পার্টি আয়োজিত ইফতার পূর্ব আলোচনায় এরশাদ এসব কথা বলেন। জাতীয় মহিলা পার্টির সভাপতি অ্যাডভোকেট সালমা ইসলামের সভাপতিত্বে ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম রুহুল আমিন হাওলাদার, মীর আব্দুস সবুর আসুদ, যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম নুরু, ইকবাল হোসেন রাজু, গোলাম মোহাম্মদ রাজু, জহিরুল ইসলাম জহির, বাহাউদ্দিন আহমেদ বাবুল, শ্রমিক পার্টির সভাপতি শাহ আলম তালুকদার, সাধারল সম্পাদক সাখাওয়াত হোসেন প্রমুখ।
এরশাদ বলেন, ১০ মিনিটের রাস্তা যেতে লাগে ১ ঘণ্টা। ২০ মিনিটের রাস্তা যেতে লাগে ৩ ঘণ্টা। ফুটপাত দখল হয়ে গেছে। হে আল্লাহ এ অবস্থা থেকে তুমি আমাদের মুক্তি দাও। রমজানে শুধু আল্লাহর কাছে মুক্তি চাই। তিনি বলেন, ধীরে ধীরে জাতীয় পার্টি শক্তিশালী হচ্ছে। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। নির্বাচনের মাধ্যমে আগামীতে জাপা ক্ষমতায় আসবে এ দোয়া করি।