স্টাফ রিপোর্টার: বৃষ্টির মধ্যে চুয়াডাঙ্গার সুরক্ষা নিশ্চিত করতে পুলিশকে পরতে হয়েছে রেইনকোর্ট। রাতে চুয়াডাঙ্গার সড়কে রেইনকোট বা বৃষ্টি রোধক জামা পরে কমপক্ষে ১০টি টহল দলকে টহল দিতে দেখা গেছে। এই টহলরেই একটি খবর পেয়ে গতরাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নির্মাণাধীন ভবন থেকে এক নারীকে উদ্ধার করে। ওই নারী জানান, তাকে ৮শ টাকা চুক্তিতে কয়েকজন যুবক ভাড়ায় নিয়ে নির্মাণাধীন ঘরের মধ্যে নেয়। পুলিশের উপস্থিত টের পেয়ে তারা পালিয়ে গেছে। পুলিশ অবশ্য রাতেই ওই নারীকে ছেড়ে দিয়েছে। অপরদিকে গত কয়েকদিনের বৃষ্টির মধ্যে জেলা শহরে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটায় রেইনকোট পরা পুলিশের একাধিক সদস্য স্বস্তির শ্বাস ছেড়ে বলেছেন, কষ্টটা সার্থক হয়েছে।