চুয়াডাঙ্গা ও জীবননগরে সাংবাদিকদের সম্মানেসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনাসভা

মাথাভাঙ্গা ডেস্ক: চুয়াডাঙ্গায় গতকাল জামায়াতে ইসলামী ও জীবননগরে উপজেলা পরিষদ চেয়ারম্যানের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও আলোচনাসভার আয়োজন করা হয়। এছাড়াও চুয়াডাঙ্গার ঠাকুরপুরে শিশুতোষ সংগঠন আলোর মেলা’র উদ্যোগে দরিদ্র শিশুদের নিয়ে ইফতার মাহফিল সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। জেলা ওলামা পরিষদসহ আরো কয়েকটি সংগঠনের উদ্যোগে গতকাল ইফতার মাহফিলের আয়োজন করা হয় বলে প্রাপ্ত খবরে জানা গেছে।

চুয়াডাঙ্গা জেলা ওলামা পরিষদের উদ্যোগে গতকাল শনিবার ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, বড়বাজার জামে মসজিদের মুফতি জুনাইদ আল হাবেবীর সভাপতিত্বে ইফতার মাহফিলের আলোচনাসভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুর রাজ্জাক, সমবায় নিউ মার্কেট পরিচালনা কমিটির সভাপতি মিজাইল হোসেন, জেলা ওলামা পরিষদের সহসভাপতি মুফতি আব্দুর রাজ্জাক, মাওলানা আব্দুস সামাদ, ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আবুল হোসেন। সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন ওলামা পরিষদের সেক্রেটারি মুফতি মুস্তাফা কামাল কাসেমী।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার চুয়াডাঙ্গার সানডিয়ান চাইনিজ রেস্টুরেন্টে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও আলোচনাসভার আয়োজন করা হয়। জেলা জামায়াতে ইসলামীর আমির আনোয়ারুল হক মালিক সভাপতিত্ব করেন। এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, ইফতার মাহফিল ও আলোচনাসভায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি প্রবীণ সাংবাদিক মাহতাব উদ্দীন, সহসভাপতি জাহাঙ্গীর আলম, এনটিভি প্রতিনিধি রফিকুল ইসলাম, ইনডিপেনডেন্ট প্রতিনিধি এমএম আলাউদ্দীন, প্রথম আলো প্রতিনিধি শাহ আলম সনি, বিটিভি প্রতিনিধি রাজন রাশেদ, নয়াদিগন্ত প্রতিনিধি বিপুল আশরাফ, করোতয়া প্রতিনিধি শরিফ উদ্দীন হাসু, জনকণ্ঠ ও চ্যানেল আই প্রতিনিধি রাজিব হাসান কচি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বিএনপির চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস, যুগ্মআহ্বায়ক মজিবুল হক মজু, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. এমএম শাহাজাহান মুকুল, বিএনপি নেতা অ্যাড. হেদায়েত হোসনে আসলাম, জেলা জমায়তের সেক্রেটারি রুহুল আমিন, জেলা নায়েবে আমির ও দামুড়হুদা উপজেরা চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা সুরা ও কর্মপরিষদের সদস্য অধ্যাপক আব্দুল খালেক, অ্যাড. মোসলেম উদ্দীন, আলমডাঙ্গা উপজেলা আমির নূর মোহাম্মদ টিপু, দামুড়হুদা আমির নায়েব আলী, সদর আমির মাওলানা রেজউল করিম, খেলাফত মজলিশের সভাপতি আনিছুর রহমান প্রমুখ।

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল শনিবার মঞ্জুরুল জাহিদের পুরাতন হাসপাতালপাড়াস্থ কার্যালয় সংলগ্ন কার্যালয়ে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদুর মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সুমন। প্রধান অতিথি ছিলেন যুগ্মআহ্বায়ক মঞ্জুরুল জাহিদ। প্রধান বক্তা ছিলেন যুবদলের অন্যতম নেতা আবু সাঈদ। বিশেষ অতিথি ছিলেন ছাত্রদলের সদস্য হুচাইন মোহাম্মদ আমের, আহসান হাবিব মামুন, এসএম হাসান, তোফাতুল রাব্বি রিংকু। পরিচালনায় ছিলেন জেলা ছাত্রদলের ১নং সদস্য তৌহিদুজ্জামান তৌহিদ।

অপরদিকে চুয়াডাঙ্গায় শিশুতোষ সংগঠন আলোর মেলা’র উদ্যোগে দরিদ্র শিশুদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার ঠাকুরপুর গ্রামের চাষি ক্লাবের সভাকক্ষে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় ওই গ্রামের ২০ জন দরিদ্র শিশুদের মাঝেও ইফতারি বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির মুখপাত্র জিসান আহমেদসহ সংগঠনের কার্যকরী সদস্য আশিক জ্যাকি, অনিক চক্রবর্তী, রোকনুজ্জামান, মারুফ, ফারুক, মাসুম ও সোহেল।

জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল গতকাল শনিবার এ ইফতার পার্টির আয়োজন করেন। উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে এ ইফতার পার্টির আয়োজন করা হয়। বিকেলে সাংবাদিকরা উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল তাদেরকে ইফতার পার্টিতে স্বাগত জানান। প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির, সাধারণ সম্পাদক এম আর বাবু, সিনিয়র সাংবাদিক অ্যাড. মুন্সী আব্দুর রশীদ, শামসুল আলম, শেখ সামসুল আলম, আব্দুর রশীদ, জিএ জাহিদুল ইসালাম, আতিয়ার রহমান, সালাউদ্দীন কাজল, মুন্সী রায়হান উদ্দিন, কাজী সামসুর রহমান চঞ্চল, আকিমুল ইসলাম, এসএম আবুল কালাম আজাদ, শেখ শহীদ, আবু সায়েমসহ তরুণ সাংবাদিকবৃন্দ ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন। উপজেলা মসজিদের পেশইমাম মাও. আব্দুল জলিল ইফতার পার্টিতে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা কবরস্থান মোড়ে শরিফ স্টোরের সামনে কার্পাসডাঙ্গা আলমসাধু ও নসিমন-করিমন চালকদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রোজার নবম দিনে এ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সমাজসেবক আ. হামিদ বিশ্বাস, চুল ব্যবসায়ী শিকদার হোসেন, শরিফুজ্জামান শরিফ, আশরাফ আলী, রানা, মিলন, মহির, জাহাঙ্গীর রতন প্রমুখ।