আগামী ১০ বছরে এইডসের ওষুধ আবিষ্কারের আশাবাদ বিল গেটসের

 

মাথাভাঙ্গা মনিটর: ধনকুবের ও সমাজসেবক বিল গেটস আগামী দশকের মধ্যে এইডসের ওষুধ আবিষ্কারের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি প্রাণঘাতী এ রোগের ওষুধ তৈরির জন্য লাখ লাখ ডলার ব্যয় করছেন। প্যারিসে শুক্রবার এইডস বিরোধী কনসার্টের ফাঁকে মাইক্রোসফট মুঘল বিল গেটস বলেন, সম্ভবত সর্বোচ্চ অগ্রাধিকার হলো এইডসের ওষুধ আবিষ্কার। আমরা যদি ওষুধ তৈরি করতে পারি তাহলে লোকজনকে সুরক্ষা করতে পারবো। আমরা এর বিস্তার ঠেকাতে পারবো। ১৯৮৭ সাল থেকে সাত কোটি ৮০ লাখ লোক এইচআইভিতে আক্রান্ত হয়েছে। এইচআইভি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয় এবং এ কারণে মানব শরীর সহজেই যক্ষা, নিউমোনিয়া ও এ জাতীয় অন্যান্য রোগের শিকার হতে পারে। জাতিসংঘের তথ্যানুযায়ী, এইডসে সারাবিশ্বে তিন কোটি ৯০ লাখ লোকের মৃত্যু হয়েছে। এছাড়া সারাবিশ্বে বিশেষত দরিদ্র দেশগুলোতে তিন কোটি ৫০ লাখ লোক এইডসে ভুগছেন। বিল গেটস বলেন, এইডসের প্রতিষেধক আবিষ্কারে প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগছে। তিনি বলেন, তার দাতব্য প্রতিষ্ঠান বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এইডসের ওষুধ তৈরির গবেষণায় প্রতিবছর ৪০ কোটি ডলার ব্যয় করছে এবং আগামীতে সহযোগিতা অব্যাহত থাকবে।