শাহজালালে ৩ কেজি ৬শ গ্রাম সোনাসহ আটক ১

 

স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩ কেজি ৬শ গ্রাম সোনাসহ দিদার হোসেন (৪০) নামে একজনকে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। তার বাড়ি ঢাকার কেরানীগঞ্জে বলে জানা গেছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ৪টার দিকে তাকে আটক করা হয়। শুল্ক কর্তৃপক্ষের সহকারী কমিশনার আল আমিন এ তথ্য নিশ্চিত করে বলেন, আটক দিদার হোসেন গতকাল শুক্রবার বেলা সোয়া ৩টার দিকে সৌদি আরব থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট-পিজি০৪০ যোগে বিমানবন্দরে অবতরণ করেন। এরপর গেট দিয়ে বের হওয়ার সময় তাকে তল্লাশি করে ৩ কেজি ৬শ গ্রাম সোনাসহ ৩১টি সোনার বার উদ্ধার করা হয়।

Leave a comment