মুজিবনগর প্রতিনিধি: খুলনা সিটি পলিটেকনিক ইনস্টিটিউটের মেরিন ইঞ্জিনিয়ারিঙের (টেকনোলোজিক্যাল- ৫ম সেমিস্টার) ছাত্র সোহাগ (২১) চার তলা বিল্ডিং থেকে পড়ে নিহত হয়েছেন। তিনি মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবানীপুর গ্রামের সামসুজ্জোহার একমাত্র ছেলে।
জানা যায়, খুলনা বিএলসি ভবনের সামনে খালিশপুর সোরয়ারের বিল্ডিঙের একটি ম্যাচে থাকতেন সোহাগ। গতকাল শুক্রবার ভোরে সোহাগ ঘুম থেকে উঠে ওই বিল্ডিঙের ৪ তলার খোলা বারান্দায় যান। এ সময় বিল্ডিঙের বারান্দা ঘেঁষে থাকা একটি গাছ থেকে ডাব ছিঁড়তে গেলে তিনি পা পিছলে মাটিতে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত খুলনা ২৫০ বেড মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে এরকমই তথ্য পাওয়া গেছে। ঘটনার আড়ালে আর কোনো ঘটনা নিহিত আছে কি-না তা অবশ্য জানা সম্ভব হয়নি। ময়নাতদন্ত শেষে তার লাশ খুলনা থেকে মুজিবনগরের ভবানীপুর গ্রামের বাড়িতে নেয়া হয়। রাত ৮টায় তার লাশ গ্রামে এসে পৌঁছায়। এ সময় স্বজনদের আহাজারিতে ভবানীপুর গ্রামের বাতাস ভারী ওঠে। নিহতের স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম। রাত ১০টার দিকে তার লাশ গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়েছে। সোহাগ দু বোনের একমাত্র ভাই ছিলেন।