দামুড়হুদা জয়রামপুরের অপহৃত স্কুলছাত্রীকে সাড়ে ৩ মাসের মাথায় মাগুরা থেকে উদ্ধার

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা জয়রামপুরের অপহৃত স্কুলছাত্রীকে (১৪) সাড়ে ৩ মাসের মাথায় উদ্ধার করেছে দামুড়হুদা থানা পুলিশ। সে জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা দামুড়হুদা মডেল থানার এসআই আফজাল হোসেন মাগুড়া জেলার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাদ গ্রাম থেকে তাকে উদ্ধার করেন। গতকাল শুক্রবার আদালতে সোপর্দ করা হলে আদালতের বিজ্ঞ বিচারক তাকে নিরাপদ হেফজতে রাখার আদেশ দেন।

উল্লেখ্য, চলতি বছরের ২ মার্চ ঝিনাইদাহ জেলার শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রামের খবির উদ্দিনের ছেলে মিশার (২৪) (দামুড়হুদায় কর্মরত বেসরকারি এনজিও সংস্থা বীজের মাঠকর্মী) ওই স্কুলছাত্রীকে নিয়ে পালিয়ে যায়। পরিবারের পক্ষ থেকে মেয়েকে ফেরত পেতে নানা উদ্যোগ নিলেও তা সফল না হওয়ায় শেষমেশ ১৭ দিন পর মেয়ের মা বাদী হয়ে এনজিওকর্মী মিশারসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে দামুড়হুদা মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর অপহরণকারী মিশার পিতাকে পুলিশ সপ্তাখানেক আগে গ্রেফতার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে ৫ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত মঙ্গলবার তাকে রিমান্ডে এনে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে এবং তাকে সাথে নিয়ে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার অভিযানে বের হয়। তার দেয়া তথ্যের ওপর ভিত্তি করে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে অপহৃত স্কুলছাত্রীকে মাগুরার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাদ গ্রাম থেকে উদ্ধার করা হয়। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা বলেন, অপহৃতকে অনেক কষ্টে উদ্ধার করতে পারলেও অপহরণকারীকে এখনও ধরতে পারিনি।