ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
দর্শনা অফিস: দর্শনা বিজিবি সদস্যরা মাদকবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় মদ ও ফেনসিডিলসহ আটক করেছে জয়নগরের সাদ্দাম নামের অভিযুক্ত এক মাদককারবারীকে। ভ্রাম্যমাণ আদালতে সাদ্দামকে এক বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার রবিউল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা পৌর শহরের ঈশ্বরচন্দ্রপুর মাঠে। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, ওই মাঠ থেকে আটক করা হয় জয়নগরের ওসমান শেখের ছেলে সাদ্দামকে। সাদ্দামের দেহ তল্লাশি চালিয়ে বিজিবি উদ্ধার করে ৫ বোতল ফেনসিডিল ও ১৬ বোতল ভারতীয় মদ। আটককৃত সাদ্দামকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের দণ্ডিত করা হয়।