জীবননগরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় কাশেম আলী মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা শেষ হয়েছে। গত বৃহস্পতিবার এ প্রতিযোগিতা শেষ হয়। প্রতিযোগিতায় খয়েরহুদা কাশেম আলী মাধ্যমিক বিদ্যালয় বিতার্কিক দল মাধপুর বিসিকেএমপি মাধ্যমিক বিদ্যালয় বিতার্কিক দলকে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়।

প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব জীবননগর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আনোয়ার হোসেন ও উপজেলা শিক্ষা অফিসার সাকি সালামের পরিচালনায় চুড়ান্ত এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ দলনেতা নির্বাচিত হয়েছে বিসিকেএমপি মাধ্যমিক বিদ্যালয়ের শামিমা সুলতানা ও শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে কাশেম আলী মাধ্যমিক বিদ্যালয়ের তাসমিম বিনতে জোহা।

প্রতিযোগিতা শেষে উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানারআপ দলের দলনেতার হাতে ট্রফি তুলে দেন।

Leave a comment