চুয়াডাঙ্গা স্টেশনে সীমান্ত এক্সপ্রেস তল্লাশি করে ৬ বস্তা জিরা উদ্ধার করেছে বিজিবি

 

স্টাফ রিপোর্টার: ঊর্ধ্বগামী সীমান্ত এক্সপ্রেস গতরাত ১টার দিকে চুয়াডাঙ্গা স্টেশনে তল্লাশি করে ৬ বস্তা জিরা উদ্ধার করা হয়েছে। বিজিবির উথলী বিশেষ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে জিরা উদ্ধার করলেও তাৎক্ষণিকভাবে সিজার লিস্ট করেনি বলে জানিয়েছেন জিআরপি চুয়াডাঙ্গা স্টেশন ফাঁড়ির সদস্য নওয়াবুল ইসলামসহ অনেকে। তাদের অভিযোগ, বিজিবি ট্রেন তল্লাশি করে মালামাল উদ্ধার করলেও অনেক সময়ই সিজার লিষ্ট করে না।

জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী সীমান্ত এক্সপ্রেস চুয়াডাঙ্গা স্টেশনে পৌঁছুনোর কথা ১২টা ১০ মিনিটে। গতরাতে প্রায় এক ঘণ্টা বিলম্বে চুয়াডাঙ্গা স্টেশনে প্রবেশ করে। এ সময় বিজিবির একটি দল সীমান্ত এক্সপ্রেসের কয়েকটি বগি তল্লাশি করে। পেছনের বগিতে থাকা ৬ বস্তা জিরা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জিরা বিজিবি সদস্যরা নিয়ে গেলেও তাৎক্ষণিকভাবে সিজার লিস্ট করেনি। কেন ঘটনাস্থলে সিজার লিস্ট করা হয়নি সে প্রশ্নের জবাব অবশ্য গতরাতে নেয়া সম্ভব হয়নি।