স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা বিজিবি-৬ বর্ডারগার্ড ব্যাটালিয়নের অধীনস্থ সকল কোম্পানি বিওপির সীমান্তে হত্যা বন্ধে জনগণের করণীয়, চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচাররোধ এবং মাদকদ্রব্যের কুফল সম্পর্কে জনসচেতনতামূলকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিওপি সংলগ্ন মসজিদসমূহে জুম্মার নামাজের আগে অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারণকে প্রেষণা প্রদানের জন্য স্থানীয় জনসাধারণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় সকল কোম্পানি-বিওপি কমান্ডার প্রেষণামূলক বক্তব্য প্রদান করেন।