চুয়াডাঙ্গায় গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডে মালামাল পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৩ লাখ টাকা মূল্যের মালামাল ভস্মীভূত হয়েছে। পোস্ট অফিসপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী এম হাসান চাঁদের বাড়িতে গত বৃহস্পতিবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার স্টেশনের সদস্যরা দ্রুত খবর পেয়ে দীর্ঘ সময় ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নেন।

ঘরের ইলেকট্রিক জিনিস, ফার্নিচার, কাপড়-চোপড়সহ প্রায় ৩ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এমনকি অগ্নিকাণ্ডের ঘটনায় পাকা ভবনেও ফাটল দেখা দিয়েছে বলে তিনি জানান। গৃহকর্তা এম হাসান চাঁদ ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেছেন, প্রায় প্রতি তিন মাস অন্তর গ্যাস সিলিন্ডার পরীক্ষা করায়। গত বৃহস্পতিবারই প্রভা এন্টারপ্রাইজের বাবুর নিকট দিয়ে সার্ভিসিং করানো হয়। তিনি তার লোকজন দিয়ে সার্ভিসিং করে নতুন গ্যাস সিলিন্ডার দিয়ে বাড়িতে পাঠান। অথচ সেই গ্যাস সিলিন্ডারের কারণেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে লিক থাকার কারণে ঘরে গ্যাস ছড়িয়ে যায়। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছি আমরা। অথচ গ্যাস দেয়া দোকানিকে বিষয়টি জানানোর পরও একবার খোঁজও নিলেন না। ঘটনার সময় তিনি ঘর থেকে বের হতে গিয়ে আগুনে হালকা ঝলসেও জান বলে জানিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।