চিকিত্সার জন্য ঢাকায় বিজিবির নায়েক আব্দুর রাজ্জাক

 

স্টাফ রিপোর্টার: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েক আবদুর রাজ্জাককে সুচিকিত্সার জন্য ঢাকায় নিয়ে আসা হচ্ছে। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রামের কক্সবাজার থেকে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন। বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকি জানান, আবদুর রাজ্জাককে ঢাকার পিলখানায় বিজিবি হাসপাতালে চিকিত্সা দেয়া হবে। গত ১৭ জুন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির হাতে অপহৃত হন রাজ্জাক। গত বৃহস্পতিবার বিকেলে মিয়ানমারের মংডুতে পতাকা বৈঠকের পর রাজ্জাককে বিজিবি প্রতিনিধিদের হাতে তুলে দেয়া হয়। বৃহস্পতিবার নায়েক রাজ্জাককে দেশে ফেরত আনার পর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সদর দফতরে মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ এক সাংবাদিক সম্মেলনে বলেন, মিয়ানমার উদ্দেশ্যপ্রণোদিতভাবে নায়েক আবদুর রাজ্জাককে ধরে নিয়ে গিয়েছিলো।