কুষ্টিয়ায় ট্রাক ও ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের নির্বাচনে কারচুপির অভিযোগে সড়ক অবরোধ

 

স্টাফ রিপোর্টার: কুষ্টিয়া জেলা ট্রাক ও ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সরকার সমর্থক প্রার্থীদের পক্ষে কারচুপির অভিযোগে কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকরা। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১২টায় লাঠিসোঁটা নিয়ে কুষ্টিয়া শহরের মজমপুর গেটে সড়ক অবরোধ করলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সরকার সমর্থক শ্রমিকরা অবরোধকারীদের ওপর হামলা চালিয়ে তাদের হটিয়ে দিলে সড়কে যান চলাচল শুরু হয়।

জানা গেছে, শুক্রবার সকালে জেলা ট্রাক ও ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। শ্রমিকদের অভিযোগ, ভোটগ্রহণ শুরু কিছুক্ষণ পরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের পক্ষে জালভোট দেয়া শুরু হয়। এছাড়া ভোটারদের কাছ থেকে ব্যালট পেপার কেড়ে নিয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের পক্ষে সিল মেরে নেয়ারও অভিযোগও করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। ঘটনার প্রতিবাদে শ শ শ্রমিক শহরের মজমপুর গেটে জড়ো হয়ে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে। এতে বন্ধ হয়ে যায় দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ। সড়কের দু পাশে তৈরি হয় দীর্ঘ যানজট। প্রায় পৌনে ১ ঘণ্টা পর আওয়ামী লীগ সমর্থিত শ্রমিকরা অবরোধকারীদের ওপর হামলা চালালে তারা পালিয়ে যায়। হামলায় বেশ কয়েক জন শ্রমিক আহত হন। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

Leave a comment