অবৈধ মালামাল আটক করায় কাস্টমস সিপাহীকে মারপিট!

দর্শনা জয়নগর চেকপোস্টে ঈদকে সামনে রেখে চোরাচালানীচক্র বেপরয়া

 

দর্শনা অফিস: ঈদুল ফিতরকে সামনে রেখে বেপরোয়া হয়ে উঠেছে চোরাচালানীরা। প্রতিদিন প্রকাশ্যে ও চোরাইপথে ভারত থেকে আনছে প্রচুর মালামাল। ভারত থেকে অবৈধভাবে আনা শাড়ি আটক করায় ফের হয়েছে কাস্টমস সিপাহী লিপনের। জামাই বাবলুসহ তিনজনের হাতে চরমভাবে ধোলাই খেতে হয়েছে লিপনকে। থানায় অভিযোগ করা হয়েছে। তবে গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। কেউ কেউ মীমাংসার প্রক্রিয়া অব্যাহত রেখেছে।

অভিযোগ উঠেছে, দর্শনা জয়নগরের সৈয়দ আলীর জামাই বাবলু, একই গ্রামের বাইতুল্লাহ গায়েনের ছেলে খোরশেদ ও রসুল বক্সের ছেলে আনোয়ার দীর্ঘদিন ধরে চেকপোস্টে দালালির পাশাপাশি চোরাচালানী করে আসছে। ভারত থেকে শাড়ি, থ্রিপিস, শার্ট, প্যান্টসহ বিভিন্ন মালামাল প্রকাশ্যে ও চোরাইপথে পাচার করে আনে তারা। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ৫৩০ পিস ভারতীয় শাড়ি অবৈধভাবে আনছিলো বাবলু, আনোয়ার ও খোরশেদ। এ সময় দর্শনা জয়নগর চেকপোস্টের কাস্টমস অফিসার ইনচার্জ কামরুজ্জামান সঙ্গীয় সদস্যদের নিয়ে ওই ৫৩০ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করেন। কামরুজ্জামান জানিয়েছেন, কাস্টমস ভ্যাট না দিয়ে অবৈধভাবে আনা শাড়ি উদ্ধারের পর জোরপূর্বক ছিনিয়ে নেয়ার চেষ্টা করে বাবলু ও তার সাঙ্গপাঙ্গরা। এ সময় কাস্টমস সিপাহী লিপন মুন্সি বাধা দেয়ায় তাকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করেছে চোরাচালানীচক্রের ওই সদস্যরা। এ ঘটনায় কামরুজ্জামান বাদী হয়ে বাবলু, আনোয়ার ও খোরশেদের বিরুদ্ধে গতকালই দামুড়হুদা থানায় লিখিত অভিযোগ করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত কামস্টমস সিপাহীর ওপর হামলাকারীদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে ঘটনা ধামাচাপা দিতে বাবলু শুরু করেছে দৌড়ঝাঁপ। চলছে একের পর এক তদবির। এলাকাবাসী বলেছে, দর্শনা জয়নগর চেকপোস্টের দালাল ও চোরাচালানীচক্রের দৌরাত্ম্য ব্যাপকভাবে বেড়েছে। অভিযোগ খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছে সচেতন মহল।

Leave a comment