মাথাভাঙ্গা মনিটর: কোপা আমেরিকার কোয়াটার ফাইনালে গতকাল উরুগুয়েকে হারিয়ে সেমিতে উঠেছে চিলি। আজ শুক্রবার ভোরে বলিভিয়ার মুকোমুখি হয়েছে পেরু। আগামীকাল শনিবার ভোর ৫টায় আর্জেন্টিনা মুখোমুখি হবে কলম্বিয়ার। পরদিন রোববার প্যরাগুয়ের সাথে খেলবে ব্রাজিল। সেমিফাইনালে ফেভারিট আর্জেন্টিনাকেই প্রতিপক্ষ হিসেবে চান উইলিয়ান। আর্জেন্টিনার বিপক্ষে খেলাটা ঠিক স্বপ্নের মতো বলে জানান ব্রাজিলের এই মিডফিল্ডার। গত বুধবার সাংবাদিকদের চেলসির খেলোয়াড় উইলিয়ান বলেন, নিঃসন্দেহে ব্রাজিলের হয়ে আর্জেন্টিনার বিপক্ষে খেলাটা সবসময়ই দারুণ, আর সেটা হলে চমৎকার হবে। সবাই আর্জেন্টিনার বিপক্ষে খেলার স্বপ্ন দেখে। দুচিরপ্রতিদ্বন্দ্বীর ফাইনালে ওঠার লড়াইয়ের আগে অবশ্য কোয়ার্টার-ফাইনালের বাধা পেরুতে হবে। লাতিন আমেরিকার সর্বোচ্চ এ ফুটবল প্রতিযোগিতার এবারের আসরে ‘বি’ গ্রুপের সেরা হয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে আর্জেন্টিনা। আর ‘সি’ গ্রুপের সেরা হয়ে এ পর্বে ওঠে ব্রাজিল। আগামীকাল শনিবার বাংলাদেশ সময় ভোরে শেষ আটের তৃতীয় ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। তার পর দিন প্যারাগুয়ের বিপক্ষে লড়বে ব্রাজিল।