স্টাফ রিপোর্টার: শিগগিরই নতুন নেতৃত্বের আদলে পুনর্গঠন হতে যাচ্ছে জাতীয়তাবাদী যুবদল। যুবদল ছাড়াও অন্যান্য অঙ্গসংগঠনগুলোর পুনর্গঠন কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিএনপির পুনর্গঠন প্রক্রিয়া কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট একাধিক নেতার বরাত দিয়ে ঢাকার একটি ওয়েব প্যাটেল তথ্য জানিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রমজান মাসে দলের রাজনৈতিক কর্মসূচি না থাকলেও সংগঠন পুনর্গঠন প্রক্রিয়ার কাজ অব্যাহত রয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সরাসরি তত্ত্বাবধানে এ পুনর্গঠন প্রক্রিয়ার কার্যক্রম এগিয়ে চলছে। পুনর্গঠন করা হবে যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল ও জাসাস। আর এ প্রক্রিয়ার ধারাবাহিকতায় প্রথমেই যুবদলের পুনর্গঠন সম্পন্ন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যুবদলের নেতৃত্বে কারা আসছেন তা এখন শুধু ঘোষণার অপেক্ষায় রয়েছে।
বিএনপির কেন্দ্রীয় দফতর সূত্র জানায়, বিগত দিনের আন্দোলন সংগ্রামের আমলনামা বিবেচনায় রেখেই পুনর্গঠন করা হচ্ছে যুবদল। ইতোমধ্যে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত যুবদলের নেতাকর্মীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়েছে। এর আলোকেই শিগগিরই পুনর্গঠন করা হবে জাতীয়তাবাদী যুবদল।
যুবদলের দফতর সূত্রে জানা গেছে, যুবদলের সভাপতি পদে আলোচনায় রয়েছে সাবেক ছাত্র নেতা সানাউল হক নীরু, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, যুবদলের বর্তমান সাধারণ সম্পাদক সাইফুল আলম নিবর ও যুগ্মসাধারণ সম্পাদক মীর নেওয়াজ আলী। সাধারণ সম্পাদক পদে আলোচনায় সাবেক ছাত্র নেতা কামরুজ্জামান রতন, ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু, মহানগর উত্তরের সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর, মহানগর দক্ষিণের সভাপতি হামিদুর রহমান হামিদ এবং সাধারণ সম্পাদক রফিকুল মজনু প্রমুখ।