বদরগঞ্জ যাত্রীছাউনির নিকট সড়ক দুর্ঘটনায় শিশু আহত

বদরগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের বদরগঞ্জ যাত্রীছাউনির নিকট দুর্ঘটনায় নাফিজুর রহমান নামের এক শিশু মারাত্মক জখম হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা বলেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের দশমী গ্রামের আ. আওয়াল হকের ছেলে নাফিজুর রহমান (৭) তার মায়ের হাত ধরে বদরগঞ্জ বাজারে যায়। যাত্রীছাউনির নিকট রাস্তা পার হওয়ার সময় চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা একটি মিনিট্রাক নাফিজুরকে ধাক্কা দিলে সে গুরুতর জখম হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্য চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন বলে নাফিজুর রহমানের পরিবারসূত্রে জানা গেছে।

Leave a comment