স্টাফ রিপোর্টার: নাশকতা প্রস্তুতিসহ নানা অভিযোগে যশোর জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি জামায়াত কর্মীসহ ৭৫ জনকে আটক করেছে পুলিশ। এছাড়া যশোর কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে জামিন পাওয়া পাঁচ জনকে পাকড়াও করা হয়েছে। এর মধ্যে একজন নারীও রয়েছে। জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, নয় থানা এলাকায় পুলিশের বিভিন্ন টিম অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় বিএনপি ও জামায়াতের ৪ কর্মীসহ ৭৫ জনকে আটক করেছে। ২৪ জুন সকাল থেকে ২৫ জুন সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়।
আটককৃতদের নামে নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। আটককৃতদের মধ্যে জামায়াতের ২ জন ও বিএনপির ২ জন কর্মী রয়েছে। এদের নামে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে। ২৫ জুন বিকেলে এদের যশোর আদালতে পাঠানো হয়েছে।
এদিকে ২৫ জুন কারাগার থেকে জামিনে বের হওয়া নারীসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে, যশোরের ঝিকরগাছা উপজেলার হাড়িয়া দেয়াড়া গ্রামের সালমান কবির সাগর, অভয়নগর উপজেলার গোয়াখোলা গ্রামের সিদ্দিক, একই উপজেলার ধোপাদী গ্রামের বাহারুল ইসলাম, ঝিকরগাছ্ উপজেলার কৃষ্ণনগর গ্রামের আমিনুর রহমান ও অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের হিরু মোল্লার স্ত্রী লিপি। পুলিশ জানায়, আটককৃতরা চুরি মাদক ও নাশকতা মামলায় কিছুদিন কারাগারে থেকে জামিনে বের হয়।