ঝিনাইদহে অপহরণের তিনদিন পর অপহৃত উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের কাশিমপুর গ্রামের তরিকুল ইসলাম নামের এক যুবককে অপহরণের ৩ দিন পর উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাতে তাকে অপহরণ করা হয়। ঝিনাইদহ সদর থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহরণকারীরা তাকে অপহরণ করে। এ ঘটনায় তরিকুলের পিতা গহর আলী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের ৭ ঘণ্টার মধ্যে তাকে কোটচাঁদপুর এলাকা থেকে উদ্ধার করা হয়। অপহরণের সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে।

Leave a comment