স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-মেহেরপুরের বিভিন্ন স্থানে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি উদ্যোগে ইফতার মাহফিল অব্যাহত রয়েছে। গতকাল প্রাপ্ত খবর অনুযায়ী, চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজার কমিটির সভাপতির উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এক প্রেসবিজ্ঞপ্তিতে চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামী জানিয়েছে, গতকাল জেলা সদরের মোমিনপুরের সরিষাডাঙ্গায় ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সরোজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ বাজার কমিটির সভাপতি হাজি আব্দুল্লা শেখের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি হাজি আব্দুল্লা শেখ, কুতুবপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের সভাপতি আজিজুল হক, কুতুবপুর ইউনিয়ন আ.লীগের মজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন মালিতা, ডা. আতাউর রহমান মুন্সি, তেতুল শেখ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম কিবরিয়া, ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ, সরোজগঞ্জ বাজার কমিটির উপদেষ্টা হাজি আব্দুল মালেক মোল্লা, হাজি সামসুল আলম, আইলহাস লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাইজাল হোসেন, সরোজগঞ্জ বাজার কমিটির সহসভাপতি আব্দুর রহমান ছবদুল। আলোচনায় অংশ নেন জলিবিলা জামে মসজিদের খতিব আবুল কালাম আজাদ, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় জামে মসজিদের খতিব আব্দুর জব্বার প্রমুখ। দোয়া পরিচালনা করেন বদরগঞ্জ বাকি বিল্লাহ কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলান আব্দুল জলিল হাওলাদার।
এদিকে চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামী এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের আমির আনোয়ারুল হক মালিক বলেন, ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা সমাজের সকল শ্রেণির মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করেছে। ইসলামে সক্ষম মানুষের সম্পদের ওপর অক্ষম মানুষের অধিকার দেয়া হয়েছে। তিনি দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মো. রুহুল আমিন, জেলা অফিস সম্পাদক অ্যাড. আসাদুজ্জামান, চুয়াডাঙ্গ পৌর আমির মফিজ জোয়ার্দ্দার, অ্যাড. মাসুদ পারভেজ রাছেল প্রমুখ।