আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা বকশিপুরের মিন্টু হাউসপুর হঠাৎপাড়ার গৃহবধূর সাথে পরকীয়া করে বিপাকে পড়েছে। গতপরশু রাতে ওই গৃহবধূর বাড়ি থেকে মিন্টুকে এলাকার লোকজন আটক করে।
জানা গেছে, বকশিপুর গ্রামের গোলাপের ছেলে মিন্টু (৩০) পৌর এলাকার হাউসপুর হঠাৎপাড়ার দু সন্তানের জননীর সাথে পরকীয়া করে দীর্ঘদিন ধরে যাওয়া আসা করতো। মিন্টু ১০ বছর আগে হারদী গ্রামে বিয়ে করে। ওই গৃহবধূর সাথে দীর্ঘদিন ধরে মেলামেশা করে আসছিলো। গতপরশু রাতে মিন্টু গৃহবধূর ঘরে ঢুকলে এলাকার লোকজন তাকে আটক করে। মিন্টুকে আটক করে এলাকার চিহ্নিত লোকজন টাকা দাবি করে। মিন্টু টাকা দিতে রাজি না হলে থানায় ফোন করে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। মিন্টুর কাছে থাকা কয়েক হাজার টাকা ও মোবাইলফোনটি তারা কেড়ে নেয়। মিন্টু ও গৃহবধূকে এসআই টিপু সুলতান আটক করে থানায় নিয়ে যায়। গতকাল দুপুরে তাদেরকে জেলহাজতে সোপর্দ করা হয় বলে জানা গেছে।