আলমডাঙ্গার বাবুপাড়া ও হঠাৎপাড়া যাওয়ার রাস্তাটি চলাচলের অযোগ্য

 

আলমডাঙ্গা ব্যরো: আলমডাঙ্গা পশুহাটের পাশ দিয়ে বাবুপাড়া ও হঠাৎপাড়ার যাওয়ার পাকা রাস্তাটির ওপর কাদা জমে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রতি বুধবারে পশুহাটে গরু আনা-নেয়া ও রাস্তার ওপরে হাটের কারণে বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই রাস্তাটিতে হাঁটু সমান কাদা জমে যায়। এ সময় কাদার কারণে রাস্তাটিতে চলতে জনসাধারণকে চরম দুর্ভোগ পোয়াতে হয়। এলাকাবাসী পৌর মেয়র ও পশুহাট মালিকের কাছে দাবি জানিয়ে বলেছে, তাদের ওই দু পাড়ার লোকজনের যাওয়া আসার রাস্তাটিতে বর্ষাকালে সামান্য বৃষ্টিতে পানি জমে হাঁটুসমান কাদা জমাট বাঁধে। প্রতি বুধবার পশুহাটের দিন রাস্তার ওপর গরু বেচাকেনা করা হয়। যার কারণে রাস্তায় কাদা জমে। কাদার কারণে তাদের যাওয়া-আসার সময় দুর্ভোগ পোয়াতে হয়। পশুহাটের পরের দিন যদি শ্রমিক দিয়ে রাস্তার কাদা সরিয়ে দেয় তাহলে আর তাদের এই দুর্ভোগ পোয়াতে হয় না। এ সময় লোকজন আরো বলেন, পশুহাটের এ রাস্তাটি যদি হাটের জমি থেকে উচুঁ করা হয় তাহলেও রাস্তায় পানি জমে না এবং রাস্তায় কাদাও জমাট বাঁধে না। হঠাৎপাড়া ও বাবুপাড়ার রাস্তাটিতে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই এবং রাস্তাটি নিচুঁ হওয়ার কারণে পানি জমাট বেঁধে পাকা রাস্তায় কাদা হয়। এ সময় তারা পৌর মেয়রের কাছে রাস্তাটি সংস্কারের দাবিও জানান।

Leave a comment