অনির্দিষ্টকালের জন্য বুয়েট বন্ধ : হল ছাড়ার নির্দেশ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সাথে বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদেরকে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বুয়েটের জনসংযোগ দফতরের পরিচালক শাহ আলম জানান, গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ভাঙচুর, বিশ্ববিদ্যালয়ের যান চলাচলের রাস্তা অবরুদ্ধ করে রাখা ও ২৩ জুন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জিম্মি করে রাখার ঘটনায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। উল্লেখ্য, ২৭ জুন বুয়েটের বিভিন্ন বিভাগের সেমিস্টার পরীক্ষা হওয়ার কথা রয়েছে। কিন্তু পরীক্ষা পেছানোর দাবি করে আসছিলেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি মেনে না নেয়ায় তারা এ ভাঙচুরের ঘটনা ঘটান।