স্টাফ রিপোর্টার: হিজড়াদের জীবনমানের উন্নয়নে ব্যাংকগুলোকে সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অর্থের একটি অংশ ব্যয় করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। গতকালর মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক থেকে এক সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার প্রতি এ নির্দেশনা হয়।
সরকার হিজড়াদের তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দেয়ার পর দু সপ্তা আগে হিজড়া উদ্যোক্তাদের জন্য ব্যাংকঋণ দেয়ার নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। এর আগে গত বছরের ২২ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক সিএসআরের অর্থ ব্যয়ের বিষয়ে একটি দিক নির্দেশনা (গাইডলাইন) দেয়। ওই গাইডলাইনে মোট সিএসআর ব্যয়ের ৩০ শতাংশ শিক্ষাখাতে ও ২০ শতাংশ স্বাস্থ্য খাতে ব্যয় করার নির্দেশনা রয়েছে। এছাড়া জরুরি দুর্যোগের ত্রাণ, পরিবেশ উন্নয়ন কার্যক্রম, শৈল্পিক কার্যক্রম, সংস্কৃতি, সাহিত্য, খেলাধুলা ও ফায়ার সার্ভিসের যন্ত্রপাতি কেনাসহ বিভিন্ন খাতে সিএসআর ব্যয়ের নির্দেশনা দেয়া হয়। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০১৩ সালে ব্যাংকগুলো ৪৪৭ কোটি ১৪ লাখ ৯০ হাজার টাকার সিএসআর ব্যয় করেছে। এর আগের বছরে এ খাতে ব্যাংকগুলোর ব্যয় ছিলো ৩০৪ কোটি ৬৭ লাখ টাকা। অপর এক সার্কুলারে শুদ্ধাচার ও দুর্নীতি প্রতিরোধমূলক প্রচার বা অন্য কোনো প্রতিষ্ঠান কর্তৃক সচেতনতামূলক প্রচারকাজে অর্থায়ন করলে সেই ব্যয়ও ব্যাংকের সিএসআর ব্যয় হিসেবে ধরা হবে বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে।