স্টাফ রিপোর্টার: হজ ও তাবলিগ জামায়াত নিয়ে কটূক্তির আরও দশ মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে জামিন দিয়ে এসব মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার লতিফ সিদ্দিকীর আবেদনের ওপর শুনানি করে বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি মো. ফরিদ আহমদ শিবলীর বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। চাঁপাইনবাবগঞ্জ, লক্ষ্মীপুর ও ঢাকার একটি করে এবং চট্টগ্রামের সাতটি মামলায় এ আদেশ এসেছে। তবে একই অভিযোগে আরও পাঁচটি মামলা থাকায় আওয়ামী লীগের বহিষ্কৃত এ নেতা এখনই মুক্তি পাচ্ছেন না। আদালতে তার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ একেএম মনিরুজ্জামান কবির। এ দশ মামলায় লতিফকে অন্তবর্তীকালীন জামিন দেয়ার পাশাপাশি মামলাগুলোর কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছেন আদালত। এসব মামলা কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে একটি রুলও জারি করা হয়েছে। মামলার বাদী ও সরকারকে চার সপ্তার মধ্যে এর জবাব দিতে হবে।
আদেশের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান কবির বলেন, এ নিয়ে মোট ১৭টি মামলায় লতিফ সিদ্দিকী জামিন পেলেন ও মামলার কার্যক্রম স্থগিত হলো। নথিতে দেখা যায়, তার বিরুদ্ধে ২১টি মামলা রয়েছে। এছাড়া আরও একটি মামলায় সমন হয়েছে দেখেছি। এ হিসেবে আরও পাঁচটি মামলা থাকায় তিনি আপাতত মুক্তি পাচ্ছেন না।