স্টাফ রিপোর্টার: আর মাত্র ৩ উইকেট হলেই দেশের দ্বিতীয় বোলার হিসেবে ঢুকে পড়বেন ২০০ উইকেট শিকারীর তালিকায়। আব্দুর রাজ্জাকের পর দ্বিতীয় বোলার হিসেবে ওয়ানডেতে এ কীর্তি করবেন। তবে সাকিবের কীর্তিটা এ দুশো উইকেট দিয়ে ঠিক বোঝা যাবে না। কারণ এ দুশো উইকেট শিকার করলে ওয়ানডে ক্রিকেট ইতিহাসের অতি সংক্ষিপ্ত এক অলরাউন্ডারদের তালিকাতেও চলে যাবেন সাকিব। বিশ্বের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে চার হাজারের বেশি রান এবং দুশো উইকেটের মালিক হবেন তিনি। এই মুহূর্তে ওয়ানডেতে সাকিবের রান ৪৩১৪ এবং উইকেট সংখ্যা ১৯৭।