মেঘনার পাড় ধসে ৩ সহোদরের মৃত্যু

 

স্টাফ রিপোর্টার: নোয়াখালীর হাতিয়া উপজেলার নলেরচর ইউনিয়নের কেরিংচর এলাকার মেঘনা নদীর তীরের মাটি ধসে পড়ে ৩ ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মেঘনার পাড় থেকে মৃতদেহগুলো উদ্ধার করে স্থানীয় জনতা। নিহতরা হলো- উপজেলার নলেরচর ইউনিয়নের নৌঙ্গরপাড় এলাকার হাসান আলীর ছেলে রিয়াজ উদ্দিন (১০), জিয়াউল হক (৮) ও মো. রাহাত (৬)। নিহতের চাচা আনোয়ার হোসেন জানান, গত সোমবার সকালে বরশি নিয়ে মাছ ধরতে রিয়াজ, জিয়া ও রাহাত মেঘনা নদীর তীরে যায়। ওই দিন তিন ভাই আর বাড়ি ফেরেনা। বিভিন্ন স্থানে মাইকিং করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। খোঁজাখুঁজির এক পর্যায়ে মঙ্গলবার দুপুরে তারা যে স্থানে মাছ ধরতে গিয়েছিলো ওই স্থানে গিয়ে খোঁজ করলে মাটির নিচে একজনের মাথা দেখতে পায়। পরে মাটি সরিয়ে অন্য দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়।