স্টাফ রিপোর্টার: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় প্রবাসী ছেলের বউকে যৌন হয়রানির দায়ে আজিজার রহমান (৬০) নামের এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল খায়ের এ সাজা দেন। ইউএনও আবুল খায়ের বলেন, আজিজার রহমানের ছেলে বিদেশে থাকেন। এ সুযোগে তিনি ছেলের বউকে যৌন হয়রানি করতেন। এ অভিযোগে আজিজারের স্ত্রী ও মেয়ে গতকাল মঙ্গলবার বিকেলে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন। পরে আদালত আনীত অভিযোগ যাচাই করে আজিজারকে দোষী সাব্যস্ত করে আর্থিক দণ্ডসহ কারাদণ্ড প্রদান করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।