দামুড়হুদার দলকালক্ষ্মীপুরে পূর্বশত্রুতার জের ধরে নারীসহ দুজনকে পিটিয়ে জখমের অভিযোগ

স্টাফ রিপোর্টার: দামুড়হুদা উপজেলার দলকালক্ষ্মীপুরে পূর্বশত্রুতার জের ধরে নাজেরা খাতুন, কালু শেখ ও তার ছেলে সাইফুলকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার বেলা ২টার দিকে।

জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে দলকালক্ষ্মীপুর গ্রামের শহিদ আলীর স্ত্রী আশোরা খাতুন (৪০), ছেলে জালাল (৩০), দেলোয়ার (২৫) ও ওয়াশিম (২২), জামাতের ছেলে বাবু (৩০) একই গ্রামের জিয়ার স্ত্রী নাজেরা খাতুন (৩০) ও কালু শেখ (৪৫), কালু শেখের ছেলে সাইফুলকে (১৬) পিটিয়ে জখম করে। এ সময় নাজেরা খাতুন আহত হন। কালু শেখ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান এবং সাইফুলের ডান হাতের একটি আঙুলে ওয়াশিম কামড়ে ক্ষত করে দেয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শহিদের ছোট ছেলে ওয়াশিম ও জামাতের ছেলে বাবু সাইফুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে স্কুলমাঠের এক কোণায় তাকে মারধর করতে থাকলে সাইফুলের ফুফু নাজেরা খাতুন কী কারণে তাকে মারা হচ্ছে জিজ্ঞেস করলে ওয়াশিম নাজেরা খাতুনকেও মেরে গুরুতর জখম করে। এতে নাজেরা খাতুন আহত হন এবং সাইফুলের ডান হাতের একটি আঙুল কামড়ে ক্ষত করে দেয় ওয়াশিম। এলাকার লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় পল্লি চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। অবস্থার উন্নতি না হওয়ায় তাদের দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে নাজেরা খাতুন ও সাইফুলের অভিভাবক কালু শেখ অভিযোগ করে বলেন, ওয়াশিম প্রায়ই আমার ছেলে সাইফুলকে মারধর করে। গতকাল দুপুরে স্কুলমাঠে মারধর করার সময় আমার বোন নাজেরা খাতুন কী কারণে তাকে মারা হচ্ছে জিজ্ঞেস করলে তাকেও বেধড়ক মারধর করে জখম করা

এ বিষয়ে দলকালক্ষ্মীপুর ক্যাম্প ইনচার্জ এএসআই অরবিন্দু পোদ্দার জানান, আমি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিই। এখন পর্যন্ত ক্যাম্পে কোনো পক্ষই অভিযোগ করেনি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।