স্টাফ রিপোর্টার: মাদার তেরেসার মিশনারিজ অব চ্যারিটির উত্তরসূরি সিস্টার নির্মলা আর নেই। মঙ্গলবার ৮১ বছর বয়সে তিনি মারা যান। ১৯৯৭ সালের মার্চে মিশনারিজ অব চ্যারিটির প্রতিষ্ঠাতা মাদার তেরেসা দায়িত্ব ছেড়ে দেয়ার পর সিস্টার নির্মলা এ সেবা সংস্থাটির সুপিরিয়র জেনারেলের পদে অসীন হন। ওই বছরের ৫ সেপ্টেম্বর শান্তিতে নোবেল পুরস্কার জয়ী তেরেসা মারা যান। ২০০৯ সালের ২৪ মার্চ পর্যন্ত নির্মলা প্রতিষ্ঠানটির দায়িত্বে ছিলেন। এরপর সিস্টার ম্যারি প্রেমা তার স্থলাভিষিক্ত হন। কোলকাতার আর্চ বিশপ থমাস ডি সুজা বলেন, বুধবার বিকেল ৪টায় মাদার হাউজে তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। সিস্টার নির্মলাকে সেন্ট জোন্স কবরস্থানে সমাহিত করা হবে।