মাথাভাঙ্গা মনিটর: জাপানের অদূরে সমুদ্রের নিচে রিখটার স্কেলে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর বা সুনামির সতর্কতা জারি করা হয়নি। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল টোকিও থেকে দক্ষিণে ওগাসাওয়ারিয়া দ্বীপের কাছাকাছি এলাকায়। এর উপকেন্দ্র ছিলো সাগরের তলদেশ থেকে ৪৮০ কিলোমিটার গভীরে।