স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ইউনিয়নের কলাগাছি গ্রামের ভুট্টাব্যবসায়ী উজ্জ্বল ঘোষ গড়াইটুপি গ্রামের এক বিধবার ঘরে ঢুকেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনা ধামাচাপা দিতে উজ্জ্বল শুরু করে দেনদরবার। গ্রামবাসী জানায়, গত রোববার রাত সাড়ে ৮টার দিকে তিতুদহ ইউনিয়নের কলাগাছি গ্রামের সুবল ঘোষের ছেলে গড়াইটুপি বাজারের ভুট্টা ব্যবসায়ী উজ্জ্বল ঘোষ বাজারপাড়ার এক বিধবার ঘরে ঢুকে ফুর্তি করছিলো। এ সময় প্রতিবেশীরা দেখে ফেললে উজ্জ্বল পালিয়ে যায়। ঘটনা জানাজানি হলে উজ্জ্বল বিষয়টি ধামাচাপা দেবার জন্য বিভিন্ন জায়গায় দেনদরবার শুরু করে। এ বিষয়ে উজ্জ্বল ঘটনা অস্বীকার করে বলে, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, তারপরও আমাকে কেউ কি হাতেনাতে ধরেছে?