স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদরের উজলপুর গ্রামের মাঠে শত্রুতামূলক মন্টু মিয়ার ২ বিঘা জমির কলাগাছ শামীম বাহিনী কেটে দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় মন্টু ৫ জনের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় এজাহার দায়ের করেছেন।
জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের উজলপুর গ্রামের শহিদুল্লার ছেলে শামীমের সাথে তর্কবিতর্ক হয় একই গ্রামের আবুল হোসেনের ছেলে মন্টুর। এরই জের ধরে গতকাল মঙ্গলবার সকালে শামীম তার লোকজন নিয়ে গ্রামের কুড়ের মাঠের ২ বিঘা জমির চারা কলাগাছ কেটে তছরুপ করে দেয় শামীম ও তার লোকজন। এ অভিযোগ এনে গতকালই মন্টু বাদী হয়ে গ্রামের শামীম, কাশেমের ছেলে শিলন, জেবর আলীর ছেলে সাইফুল ইসলাম, বুড়োর ছেলে কলম ও রহমানের ছেলে হফিজুলের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় একটি এজাহার দায়ের করেন। এ বিষয়ে বেগমপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই শফিকুল ইসাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্তদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।