গ্রাম উন্নয়ন কমিটির নেতৃত্ব ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

গতকাল মঙ্গলবার দুপুর ২টায় দামুড়হুদা দশমী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্রাম উন্নয়ন কমিটির নেতৃত্ব ও ব্যবস্থাপনা বিষয়ক দু দিনের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। এনজিও ফোরাম ও ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতায় এবং রিসোর আয়োজনে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনের সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন দামুড়হুদা ১ নং ওয়ার্ড ভিডিসি সভাপতি মোয়াজ্জেম হোসেন। প্রশিক্ষণে সহায়ক ছিলেন এনজিও ফোরামের আঞ্চলিক ব্যবস্থাপক মনিরুল ইসলাম, রিসোর সমন্বয়কারী দারুল ইসলাম ও ইউনিয়ন এক্সটেনশন ওয়ার্কার নাজমুল হোসেন। -বিজ্ঞপ্তি।