মাথাভাঙ্গা মনিটর: লিওনেল মেসির আর্জেন্টিনার শক্তি ও সামর্থ্য ভালোভাবেই জানা আছে হামেস রদ্রিগেসের। তবে হাল ছাড়ছেন না কলম্বিয়ার এ ফরোয়ার্ড। তিনি মনে করেন, মেসিদের বিপক্ষে কোপা আমেরিকার এবারের ম্যাচটি তাদের জন্য আরও উঁচুতে ওঠার সুযোগ। চিলিতে আগামী শনিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় কোপা আমেরিকার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া। ম্যাচটি সামনে রেখে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠা আর্জেন্টিনাকে সমীহ করে নিজেদের লক্ষ্যটাও জানান রদ্রিগেস।
সবাই জানে, তাদের (আর্জেন্টিনার) ভালো খেলোয়াড় আছে কিন্তু কলম্বিয়াও খেলতে সংকল্পবদ্ধ। আমরা সবসময় জিততে চাই। কথা বলার জন্য এখনও চার দিন আছে কিন্তু কিছু বিষয়ে সবসময় উন্নতি করার থাকে, যোগ করেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। রিয়ালের হয়ে গত মরসুমটা খুব একটা ভালো কাটেনি রদ্রিগেসের। তবে আর্জেন্টিনার বিপক্ষে ভালো করার প্রবল ইচ্ছে আছে তার। আমি কখনই বাজে খেলতে চাই না কিন্তু কখনও আপনি যেভাবে চান, সে অনুযায়ী হয় না।