মাথাভাঙ্গা মনিটর: আফগানিস্তানে তালেবানবিরোধী অভিযানে অন্তত ৮৫ জন তালেবান এবং ৬ সেনা ও এক বেসামরিক লোক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে মৌলভী রহমতুল্লাহ নামের এক শীর্ষ কমান্ডার রয়েছেন। গতকাল মঙ্গলবার দেশটির কুন্দুজ প্রদেশে এ ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে সাফি বলেন, সকালে তালেবানদের হটিয়ে চারদারা জেলার পুনঃনিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। এ সময় তালেবান বিদ্রোহীদের ধাওয়া করে সেনাবাহিনী এবং ৮৫ জন সশস্ত্র বিদ্রোহী নিহত হয়। এদের মধ্যে এক শীর্ষ কমান্ডার রয়েছে।