মাথাভাঙ্গা মনিটর: প্রথমবারের মতো শুরু হওয়া আন্তর্জাতিক যোগ দিবসে ভারত দুটি রেকর্ড গড়েছে বলে জানিয়েছে দেশটির যোগ, আয়ুর্বেদ ও হোমিওপ্যাথি বিষয়ক মন্ত্রণালয়। একটি হলো গতকাল রোববার যোগব্যায়ামের এক আয়োজনে অংশ নেয় ৩৫ হাজার ৯৮৫ জন। আর দ্বিতীয় রেকর্ডটি হলো একটি স্থানেই একত্রে যোগব্যায়ামে অংশ নেয় ৮৪টি জাতীয়তার মানুষ। গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজধানী নয়াদিল্লিতে ৩৫ হাজারের বেশি মানুষের যোগব্যায়াম পরিচালনা করেন। দিল্লির বিখ্যাত রাজপথে মোদি পরিচালিত যোগে স্কুলের শিক্ষার্থী, আমলা ও সৈনিকেরা অংশ নেয়। পুরো রাজপথজুড়ে যোগের জন্য পাতা হয় মাদুর। যোগ পরিচালনাকারী মোদির পরনে ছিলো কুর্তা ও পায়জামা। ভারতের জাতীয় পতাকার তিন রঙের চাদর ছিলো তার গলায়। দিবসটিকে ঘিরে বেশ কয়েকটি টুইট করেন প্রধানমন্ত্রী মোদি। একটি টুইটে মোদি বলেন, যারা আজকে যোগব্যায়াম করেছেন এবং প্রথম আন্তর্জাতিক যোগ দিবসকে সফল করেছেন, তাদের প্রত্যেককে আমি অভিনন্দন জানাই। আরেকটি টুইটে তিনি বলেন, রাজপথে ৮৪টি জাতীয়তার ৩৫ হাজার ৯৮৫ জন ব্যক্তি যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছে। দুটি বিশ্ব রেকর্ড হয়েছে। যোগ আসলেই মানুষকে ঐক্যবদ্ধ করে। তৃতীয় টুইটে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব বিপুল উৎসাহে যোগ দিবস পালন করেছে। সারা বিশ্বে বিপুলসংখ্যক মানুষ এতে যোগ দিয়েছে। এটা খুবই আনন্দের মুহূর্ত। এর আগের রেকর্ডটি ছিলো ২৯ হাজার ৯৭৩ জনের অংশগ্রহণে।