গাছের সাথে শত্রুতা

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার কাজীপুর ইউপি স্বেচ্ছাসেবকলীগ সভাপতি পীরতলা গ্রামের বাসিন্দা হাফিজুর রহমানের ২৫ শতক জমির কলা ও মেহগনি বাগান কেটে তছরুপ করা হয়েছে। গত রোববার রাতে পূর্বশত্রুতার জের ধরে গ্রামের আজিজুল, আলী ও রশিদ এ বাগান বিনষ্ট করেছে বলে গাংনী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বাগান মালিক হাফিজুর রহমান।

জানা গেছে, হাফিজুর রহমান পীরতলা গ্রামের মাঠে ২৫ শতক জমিতে মেহগনি ও কলা বাগান তৈরি করেন। কয়েক দিন আগে তিনি কিছু কলা বিক্রিও করেছেন। অপরদিকে মেহগনি বাগানের গাছগুলোও বেশ বেড়ে উঠেছিলো। গত রোববার রাতে কলা ও মেহগনি বাগান কেটে নষ্ট করে দুর্বৃত্তরা। এতে আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে হাফিজুর রহমান দাবি করেছেন।

হাফিজুর রহমান অভিযোগ করে জানান, গ্রামের আজিজুল, আলী ও রশিদ পূর্বশত্রতার জের ধরে তারা এ ক্ষতিসাধন করেছে। বিভিন্ন সময়ে তারা এ ধরনের ক্ষতিসাধন করবে বলেও হুমকি দিয়েছে। তিনি আরো জানান, কিছু দিন আগে তার অন্য কলাবাগান থেকেও কলা চুরি হয়।