আহমেদ শরীফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

 

স্টাফ রিপোর্টার: এক কোটি ৬৭ লাখ টাকার একটি চেক প্রতারণার মামলায় চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান এ পরোয়ানা জারি করেন। আজ মামলার আসামি আহমেদ শরীফের হাজিরের জন্য দিন নির্ধারণ ছিলো। কিন্তু তিনি আদালতে হাজির না হওয়ায় বিচারক তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর আগে চলতি বছরের ৫ মার্চ চেক প্রতারণার অভিযোগ এনে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেন মোশারফ হোসেন সুমন নামের এক ব্যক্তি। পরে ঢাকা মহানগর হাকিম আনোয়ার সাদাত মামলাটি আমলে নিয়ে আহমেদ শরীফকে সশরীরে হাজিরের আদেশ দেন। হাজির না হওয়ায় গ্রেফতারি পরোনা জারি করেন আদালত।

Leave a comment