আফগান পার্লামেন্টে তালেবান হামলা

মাথাভাঙ্গা মনিটর: কাবুলে আফগানিস্তানের পার্লামেন্ট ভবনে তালেবান জঙ্গিদের হামলায় অন্তত ১৯ জন আহত হয়েছেন, পুলিশের গুলিতে নিহত হয়েছেন ছয় হামলাকারী। গতকাল সোমবার প্রেসিডেন্টের মনোনীত নতুন প্রতিরক্ষামন্ত্রীকে সংসদে পরিচয় করিয়ে দেয়ার সময় এ হামলার ঘটনা ঘটে। কাবুল পুলিশের মুখপাত্র এবাদুল্লাহ কারিমি জানান, জঙ্গিরা প্রথমে পার্লামেন্ট ভবনের ফটকের কাছে বিস্ফোরকবাহী একটি গাড়িতে বিস্ফোরণ ঘটায়। এরপর ছয় বন্দুকধারী গুলি ছুড়তে ছুড়তে পার্লামেন্টে ঢোকার চেষ্টা করে। পরে তারা পার্লামেন্টের কাছের একটি ভবনে অবস্থান নিয়ে গোলাগুলি চালিয়ে যায়। টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, পার্লামেন্ট এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠছে। পুলিশ সদস্যরা জঙ্গিদের দিকে গুলি ছুড়তে ছুড়তেই পার্লামেন্ট থেকে এমপিদের বের করে নেয়ার চেষ্টা করছেন। প্রায় দু ঘণ্টা বন্দুকযুদ্ধের পর নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে ছয় বন্দুকধারী নিহত হয় বলে এবাদুল্লাহ কারিমি জানান।